(ক) কমিটির গঠন (জ্যেষ্ঠতার ভিত্তিতে নহে):
১. সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, ঢাকা - সভাপতি
২. অতিরিক্ত সচিব (প্রশাসন), নৌপরিবহন মন্ত্রনালয়, ঢাকা - সদস্য
৩. বিভাগীয় কমিশনার/ প্রতিনিধি - সদস্য
৪. চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর প্রতিনিধি - সদস্য
৫. মহাপরিচালক, নৌপরিবহন অধিদপ্তর, ঢাকা - সদস্য
৬. ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম- সদস্য
৭. যুগ্মসচিব, অর্থ মন্ত্রনালয় - সদস্য
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা উপযুক্ত প্রতিনিধি (অধ্যাপকের নিচে নয়) - সদস্য
৯. সভাপতি, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি - সদস্য
১০. সভাপতি, বাংলাদেশ শিপ ম্যানিং এজেন্ট এসোসিয়েশন - সদস্য
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি - সদস্য
১২. কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা - সদস্য সচিব
(খ) কমিটির কার্যপরিধি :
১. মেরিন একাডেমিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান।
২. একাডেমির আর্থিক বিষয়সমূহ পর্যালোচনা।
৩. প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণার্থীদের সার্বিক মূল্যায়ন।
৪. শিক্ষণ ও প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন।