চিকিৎসা বিভাগ:
প্রধান চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য চিকিৎসা কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন।
একাডেমির সকল ক্যাডেট, কর্মকর্তা এবং কর্মচারী, আনসারসহ সকল সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান ,ক্যাডেট
ভর্তিকালীন সময়ে সকল প্রকার মেডিকেল রিপোর্ট সংগ্রহ ,ক্যাডেটদের Elementary First Aid মেডিকেল কোর্স,
প্রাকটিক্যাল এবং পরীক্ষার ফলাফল রেকর্ড, অন্যান্য বহিরাগত চিকিৎসাগত বিষয়ের সাথে রাখা ও উন্নত চিকিৎসা
নিশ্চিত করা এই বিভাগের অধীনে।
নিম্নলিখিত জনবল:
ক্র.নং |
নাম |
পদবি |
০১ |
ডাঃ খ.ম. ইসমাইল হোসেন (শাওন) |
চিকিৎসা কর্মকর্তা |
০২ |
মোছাঃ ইশরাত জাহান |
চিকিৎসা সহকারী |
০৩ |
মোঃ তুহিন আলম |
চিকিৎসা সহকারী |